ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে কৃষকের ১০ গরু চুরি, ৮ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
সিরাজগঞ্জে কৃষকের ১০ গরু চুরি, ৮ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দের দুই কৃষকের ছোট বড় ১০টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

শনিবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের ভায়ারচর গ্রামের হান্নান তালুকদার ও মাঝি টেংরাইল গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।  

ভুক্তভোগী হান্নান তালুকদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গোয়াল ঘরে আটটি গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে পাশের গ্রামের গরুচুরির ঘটনার হট্টগোল শুনে জেগে উঠে নিজের গোয়ালের গিয়ে দেখি তালা ভেঙে আমার সব গরু চোরচক্র নিয়ে গেছে।

অপরদিকে মাঝি টেংরাইল গ্রামের সফিকুল ইসলাম বলেন, ভোরে আমার গোয়ালের দুটি গরু চোরচক্র ট্রাকে তোলার সময় টের পেয়ে এগিয়ে গেলে চোরচক্র ট্রাক নিয়ে দ্রুত চলে যায়। অটোভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চলে আমার। আর গরু দুটি লালন পালন করি। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরি যাওয়া দুটি পরিবারের কাছে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।