ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন নুরুজ্জামান ইকবাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
কিশোরগঞ্জে উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন নুরুজ্জামান ইকবাল মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চশমা প্রতীক পেয়েছেন ৪ হাজার ৪০৭ ভোট।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।  

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।  

৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৮৪ জন।

প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।