ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ২ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী দুইভাই নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চণ্ডিহারা হাট সংলগ্ন ওমরাপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম (৫২) ও মৃত ফয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জাইদুল ইসলাম (৬০)। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভটভটিতে গরু নিয়ে ওই দুইভাই মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ভটভটির সামনে চালকের আসনের দুই পাশে তারা বসেছিলেন। দুপুর ১টার দিকে ওমরাপুরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস পেছন থেকে ভটভটিতে ধাক্কা দেয়। এতে সামনের আসনে থাকা দুইভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার সদস্যরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।