ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২  প্রতীকী ছবি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজান হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ওই ইউনিয়নের গোকুলনগর পুরোনো রাজু সিনেমা হলের সামনে ঈশ্বরদী-রাজশাহীর বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মিজান ঈশ্বরদীর পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক নাজমুল ইসলামের ছেলে।  

আহতরা হলেন- রাজশাহী জেলার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ভাদুর বটতলা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে সিয়াম হোসেন (১৫)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঈশ্বরদী শহর থেকে একটি মোটরসাইকেলে চড়ে সিয়াম ও মিজান ঈশ্বরদী আরামবাড়িয়া অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঈশ্বরদী-রাজশাহীর বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর পুরোনো রাজু সিনেমা হলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাদের রামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে মিজানের মৃত্যু হয়। আহত বাকি দুজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।