ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভিযান দেখেই ৫০০ টাকার তরমুজ ২৮০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
অভিযান দেখেই ৫০০ টাকার তরমুজ ২৮০ তরমুজের দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ফরিদপুর: ফরিদপুর শহরে তরমুজের আড়ত ও খুচরা দোকানে অভিযান দেখেই ৫০০ টাকার তরমুজ ২৮০ টাকা, ৪০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি শুরু করেন বিক্রেতারা।  

বুধবার (২০ মার্চ) দুপুরে শহরে নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানের সময় দাম বেশি রাখা ও ভাউচার না থাকায় তরমুজ ব্যবসায়ী মেসার্স আলম ফল ভাণ্ডারকে তিন হাজর টাকা জরিমানা করেও সতর্ক করা হয়।  

এ সময় জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ বাংলানিউজকে বলেন, তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।