ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছুটির দিনে জমজমাট ঈদ বাজার, মার্কেটে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
নারায়ণগঞ্জে ছুটির দিনে জমজমাট ঈদ বাজার, মার্কেটে ভিড়

নারায়ণগঞ্জ: ছুটির দিনে নারায়ণগঞ্জ শহরের মার্কেট ও পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ঈদের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটে এসেছেন অনেকেই।

শনিবার (২৩ মার্চ) শহরের চাষাঢ়া এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সেইসঙ্গে শহরের বঙ্গবন্ধু সড়কে অবৈধভাবে ছড়িয়ে ছিটিয়ে বসা হকারদের দোকানেও দেখা গেছে উপচে পড়া ভিড়। যদিও হকারদের জন্য বরাদ্দ আছে হলিডে মার্কেট।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মার্কেটে ক্রেতাদের ভিড় বেশি ছিল।

বিক্রেতারা জানান, ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় আজ (শনিবার) সকাল সকাল ক্রেতাদের ভিড় বেশি আছে। অন্যান্য দিন সকালে এতো ভিড় থাকে না। তবে ইফতারের পর বেচাকেনা বাড়ে।

শহরের হকারদের নিয়ে গঠিত হলিডে মার্কেট ঘুরেও একই দৃশ্য দেখা গেছে। হকাররা জানান, ঈদের বেচাকেনা মোটামুটি শুরু হয়েছে। তবে ১৫ রোজার পর বেচাকেনা পুরোদমে শুরু হবে।

শহরের সমবায় মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা ইবনে হাসান জানান, ছুটির দিন ছাড়া সময় পাই না। আর রমজানের শেষের দিকে মার্কেটে অনেক ভিড় থাকে। তাই আগেই কেনাকাটা করে নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।