ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মৃত গরু জবাই করে মাংস বিক্রি, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
বাগেরহাটে মৃত গরু জবাই করে মাংস বিক্রি, আটক ৩

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে তিনজনকে আটক কাছে পুলিশ।  

রোববার (২৪ মার্চ) দুপুরে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় দুই ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া জব্দ করা হয়। তবে মৃত গরুর গোশত বিক্রির মূল পরিকল্পনাকারী কসাই হালিম পালিয়ে গেছেন।

আটকরা হলেন- কসাই হালিমের দুই ভাই ও স্ত্রী।  

এলাকাবাসী জানায়, রমজান মাসে মৃত গরুর মাংস যারা বিক্রি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর কোনো কসাই লিপ্ত না হয়।

শরণখোলা উপজেলার প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, মৃত গরুর মাংস যারা বিক্রি করছে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কসাইরা যখন গরু জবাই করে তখন সরকারি লোকের উপস্থিত থাকা প্রয়োজন। এ ধরনের ঘটনায় কঠোর বিচার দাবি জানাই।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট এলাকায় অভিযান চালালে কসাই ও তার সহযোগীরা মাংস ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে দুই ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া জব্দ করা হয়। এ ঘটনায় উত্তর কদমতলা গ্রামে কসাই হালিমের বাড়িতে তল্লাশি করে তার স্ত্রী ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হালিমের দুই ভাই গরুর মাংস বিক্রেতার সঙ্গে জড়িত।  

তিনি আরও বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।