ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক

বরিশাল: জেলার মুলাদীতে বিপুল পরিমাণ অবৈধ জালসহ চার জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালায়। অভিযানে তিনটি অবৈধ বেহুন্দী জাল, একটি মশারি জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।