ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা অফিসের কক্ষে মিলল নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
শিক্ষা অফিসের কক্ষে মিলল নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কক্ষ থেকে নৈশ প্রহরী নুরুল ইসলামের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত নরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত আজগর আলীর ছেলে।

সিরাজগঞ্জ টাউন সার্ভিসের ২নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন  জানান, শিক্ষা অফিসে নিজ কক্ষে নৈশ প্রহরী নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নুরুল ইসলামের দুটি স্ত্রী আছে। তিনি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অনটনে ভুগছিলেন। বেশ কয়েক মাস বেতনও পাচ্ছিলেন না বলে পারিবারিক সূত্র জানায়। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।