ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাচোলে পুকুর খননে মিলল ৫টি  বিষ্ণমূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
নাচোলে পুকুর খননে মিলল ৫টি  বিষ্ণমূর্তি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে সরকারি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেলো পাঁচটি বিষ্ণমূর্তি। উপজেলা প্রশাসন বিষ্ণমূর্তি গুলো উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করেছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নে রাণীদিঘি এলাকায় বাঁশ পুকুর খনন করার সময় বিষ্ণমূর্তিগুলোর সন্ধান পাওয়া যায়।  

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান. উপজেলার কসবা ইউনিয়নের রাণীদিঘি বাঁশ পুকুর বিএমডিএ কর্তৃক সরকারি এ পুকুর খনন করার সময় এক এক করে পাঁচটি বিষ্ণমূর্তির দেখা মিলে। পরে পুকুর খননকারী শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে ঘটনাস্থলে পাঠান। আমি সেখানে উপস্থিত হয়ে মূর্তিগুলো উদ্ধার করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি।

স্থানীয়রা জানান, উদ্ধার করা পাঁচটি কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটির উপরে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।