ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী

ঢাকা: খুলনা, মোংলা ও পটুয়াখালিতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা কমান্ডের উদ্যোগে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর, সোলাম, মোংলা ও শের-ই-বাংলা হতে খুলনা, বাগেরহাট, ঝালকাঠি ও পটুয়াখালি জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ৬০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে নৌবাহিনী।

আইএসপিআর আরও জানায়, পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এমইউএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।