ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিজিবি’র উদ্যোগে ইফতার  ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
খাগড়াছড়িতে বিজিবি’র উদ্যোগে ইফতার  ও খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি: জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় দুস্থ ও গরীব মানুষের মধ্যে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে বিজিবি হেলিপ্যাডে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. নাজমুল হক স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় বিজিবি সেক্টর কমান্ডার বলেন, প্রধানমন্ত্রী ইফতার পার্টির পরিবর্তে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে বিজিবির সব রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিজিবির সহায়তা পেয়ে খুশি হতদরিদ্র ও প্রান্তিক মানুষ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।