ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সদরঘাটে লঞ্চের ছেঁড়া দড়ির আঘাতে ঝরল ৫ প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
সদরঘাটে লঞ্চের ছেঁড়া দড়ির আঘাতে ঝরল ৫ প্রাণ

ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে থাকা পাঁচ যাত্রী লঞ্চের ছিঁড়ে আসা দড়ির আঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৫৪ মিনিটে সদরঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বিকেলে বাংলানিউজকে জানান, সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনার কারণ ও দায় অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস জানান, তাসরিফ-৪ নামে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এর আঘাতে পাঁচজন মারা গেছেন।

এর আগে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছিলেন, টার্মিনালের পন্টুনে দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ভেড়ানোর সময় এমভি তাসরিফ- ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়। তখন সেটি গিয়ে পন্টুনে আঘাত করে।  ওই দড়ির আঘাতে সেখানে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।