নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঈদের জামাত নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, কেন্দুয়া উপজেলার রোয়াইবাড়ি ইউনিয়নের কেরাদিঘী গ্রামবাসী ঈদুল ফিতরের জামাতের স্থান নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরূপ সরকার জানান, গুরুতর আহত কেরাদীঘি গ্রামের সরবুল ,বাবু ,বাদল ,খায়রুল ,সোহাগ, আবেদ আলী ,শহীদুল্লাহ ,সোহেল রানা আসাদ ও চেংজানা গ্রামের কামরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
জেএইচ