ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
খিলক্ষেতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আলিফ শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র ছিলেন।

খিলক্ষেত এলাকায় একটি সড়কে আলিফসহ আরেকজন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে আলিফ মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপরজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে দুইজন ছিলেন। চলন্ত মোটরসাইকেলটি সড়কের পাশে ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আলিফ মারা যান। অপর মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, আলিফের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ঘটনাস্থল থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।