ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
গেন্ডারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, সাড়ে ৩টার দিকে তারা দেখতে পান, গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী। তাকে ঘিরে অনেক মানুষ জটলা করে আছে। তখন তিনি গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটছে। তার পরিচয়ও কেউ বলতে পারেননি। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই নারীর মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গেন্ডারিয়া থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।