ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘুষকাণ্ডে জুট মিলের সাবেক জিএমের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ঘুষকাণ্ডে জুট মিলের সাবেক জিএমের কারাদণ্ড

খুলনা: ঘুষ গ্রহণের মামলায় খালিশপুর জুট মিলের সাবেক মহা ব্যবস্থাপক (জিএম) ও প্রকল্প প্রধান মোস্তফা কামালকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় মোস্তফা কামাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৯ সালে মিলের গার্ড কমান্ডার নুরুল আমিনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন মোস্তফা কামাল। না দিলে তাকে গার্ড কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৫  নভেম্বর ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় প্রকল্প প্রধানকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়।

২০২০ সালের ১৭ অক্টোবর তদন্তে প্রকল্প প্রধান মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদকের উপ-পরিচালক নাজমুল আহসান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।