ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বজ্রপাতে ৩ মৃত্যু, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২, ২০২৪
রাঙামাটিতে বজ্রপাতে ৩ মৃত্যু, আহত ৭

রাঙামাটি: জেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে নারী-পুরুষসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন।

বৃহস্পতিবার (২ মে) জেলা শহরের তবলছড়ির সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের সময় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৬০) ঘরের বাইরে অবস্থান করছিলেন। এ সময় তিনি নিহত হন।

একই উপজেলার সাজেক ইউনিয়নের বেটলিং মৌজার লংথিয়ানস পাড়ায় তোনিবালা (৩৭) নামের এক নারী বজ্রপাতে নিহত হন। আহত হন ৭ জন।

দুপুরে বজ্রপাতে রাঙামাটি শহরের তবলছড়ির সিলেটি পাড়ায় মো. নাজির হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় তিনি ঘরের কাজ করছিলেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর এসব তথ্য নিশ্চিত করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, বাঘাইছড়িতে বজ্রপাতে নিহত দুই নারীর পরিবারকে দশ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।