ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
মাদারীপুরে বজ্রপাতে একজনের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জিব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামে একজন।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পুরানবাজার এলাকা এ ঘটনা ঘটে।  

নিহত সঞ্জিব বল্লভ গোপালগঞ্জের কোটালিপাড়ার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজারে একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেলে কাজ শেষে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব ও দিগেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জিব বল্লভকে মৃত ঘোষণা করেন। দিগেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।