ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ৯, ২০২৪
ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মমতাজ আলী নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আব্দুল জলিল নামে আরেক এএসআই।

 

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

তারা দিনাজপুর কোতোয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়ির এএসআই। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানা গেছে।  

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, বিকেলে একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে করে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। পরে ওই ট্রাক মমতাজ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আব্দুল জলিল।  

তিনি আরও বলেন, আহত এএসআই আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।