ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় দুই দিনের বিজ্ঞানমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১১, ২০২৪
ভোলায় দুই দিনের বিজ্ঞানমেলা শুরু

ভোলা: ভোলায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা শুরু হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে শহরের বাংলাস্কুল মাঠ চত্বরে এ মেলা শুরু হয়।

 

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এ মেলার উদ্বোধন করেন। মেলার প্রথমদিন ছিল দর্শনার্থী, ক্ষুদে বিজ্ঞানীদের ঢল।  

আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।

মেলায় গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কেউ তৈরি করেছেন গ্রিন হাউজ, ওয়ার্টার এলাম, পানি-বাতাস দূষণ যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবলিক সৌর চুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র উদ্ভাবন করেছে। এসব যন্ত্র উদ্ভাবন করেছেন কোমলমতি শিক্ষার্থীরা।

এ যেন ক্ষুদে বিজ্ঞানীদের মেলা বসছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 এ বছর মেলার প্রতিপাদ্য ছিল 'বিজ্ঞান ও প্রযুক্তি' উদ্ভাবনেই সমৃদ্ধি।  


বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজ হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।  

শুধু তাই নয়, উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের সঙ্গে পরিচিত হচ্ছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।  

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলার জেলা প্রশাসন দু'দিনের মেলার আয়োজন করে। মেলায় ২৮টি স্টল বসছে। রোববার (১২ মে) পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।