ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ গরুসহ রাখালের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মে ১৪, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ গরুসহ রাখালের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালে ট্রাকের ধাক্কায় রাখাল এরফানসহ (৫৫) ছয়টি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আঞ্চলিক সড়কের লালাপাড়া নিচুধুমি এলাকায় এ ঘটনা ঘটে।

এরফান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর আটরশিয়া গ্রামের বাসিন্দা।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসি মিন্টু রহমান আরও জানান, ৩০০ গরুর একটি বিশাল বহর নিয়ে এরফান চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্য বোঝাই ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ওই গরুর পালের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে ছয়টি গরুর মৃত্যু হয় এবং গুরুতর আহত গরুর রাখাল এরফানকে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।  

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।