ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১৭, ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার শীলেরছড়া এলাকায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে, একই দিন সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. সেলিম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।

র‌্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় মাদক কেনা-বেচার জন্য কিছু লোকজন অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ২-৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।