ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
সড়কে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত

খাগড়াছড়ি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২০) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেল ঢাকার ধামরাই উপজেলার আব্দুল রাজ্জাকের ছেলে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আলুটিলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন রাসেল।   তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব উদ্দিন।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে সোমবার সকাল থেকে খাগড়াছড়িতে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় সড়কে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এডি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।