ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ঝিনাইদহে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছী গ্রামে শাহাজাহান আলী ফকির (৫৬) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ মে) সকালে বামনগাছী বেলে মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শাহজাহান আলীর বাড়ি একই উপজেলার বামনগাছী গ্রামে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে একই উপজেলার রাজাপুর গ্রামের দুজন লোক শাহাজাহানের বাড়ি আসেন। তারা রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সকালে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী মুক্ত হয়ে পাশের রুমে গিয়ে স্বামীর গলা কাটা মরদেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকির/কবিরাজ হিসেবে পরিচিত। এলাকার লোকজনকে বিভিন্ন রোগের জন্য ঝাড়ফুঁক, তেল ও পানি পড়া দিতেন তিনি। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।