ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মে মাসে কমেছে রপ্তানি আয়

সিনিয়র করেসপন্ডেন্ট: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ৫, ২০২৪
মে মাসে কমেছে রপ্তানি আয়

গত মে মাসে রপ্তানি আয় কমেছে। আগের মাস এপ্রিলে দেশে মোট রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল চার শতাংশ, মে শেষে প্রবৃদ্ধির হার নামলো প্রায় ২ শতাংশে।

তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় টান পড়েছে মোট রপ্তানিতে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের এগার মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৫০ দশমিক ৫২ বিলিয়ন ডলার বা পাঁচ হাজার ৫২ কোটি ৭২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৯১ হাজার ১৬৯ কোটি টাকা (ডলারের সর্বশেষ দাম ১১৭ টাকা হিসাবে)।  

বুধবার (৫ জুন) এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। যা মোট রপ্তানির প্রায় ৮৫ ভাগ। তৈরি পোশাক রপ্তানি কমলে মোট রপ্তানি কমে আসে। মে মাস শেষে এমন চিত্রই উঠে এসেছে।

তথ্য বলছে, ১১ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪২ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার বা চার হাজার ২৬৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। মে শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ; আগের মাসে প্রবৃদ্ধি ছিল প্রায় ৫ শতাংশ। তৈরি পোশাক রপ্তানিতে ২ শতাংশ প্রবৃদ্ধি কমেছে, যা মোট রপ্তানিতে প্রভাব ফেলেছে।  

পণ্য রপ্তানিতে আগের মাসের ধারাতে থাকা রপ্তানি পণ্যগুলোর মধ্যে কৃষি ও কৃষিজাতপণ্য রপ্তানি হয়েছে ৭৮২ দশমিক ১৯ মিলিয়ন ডলার; ফুটওয়্যার ৪৩৩ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এবং প্লাস্টিক ও প্লাস্টিক পণ্য ১৯১ মিলিয়ন ডলার।

নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকা উল্লেখযোগ্য পণ্যগুলো মধ্যে হিমায়িত মৎস্য ৩৯৯ মিলিয়ন ডলার; চামড়া ও চামড়াজাত পণ্য এক হাজার ১২০ মিলিয়ন ডলার; পাট ও পাটজাত পণ্য ৮৪৮ দশমিক ৬ মিলিয়ন ডলার; হোম টেক্সটাইল এক হাজার ২৫ মিলিয়ন ডলার এবং ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ৫১৯ মিলিয়ন ডলার।  

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে তৈরি পোশাক বাজার যেসব দেশ সেগুলোতে মন্দা চলছে। চলছে উচ্চ মূল্যস্ফীতি। যার কারণে সেখানকার মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। যে কারণে কেনা-কাটা কমিয়েছেন তারা। এর ফলে রপ্তানি কমেছে বলে মনে করেন তৈরি পোশাক প্রুস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বাংলানিউজকে বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের পক্ষে কোনো ঘাটতি নেই। আমাদের সক্ষমতা আছে, রপ্তানির ক্ষেত্রেও কোন সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা,জুন ৫,২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।