ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে টাইগারদের ডিএনসিসি মেয়রের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুন ৮, ২০২৪
বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে টাইগারদের ডিএনসিসি মেয়রের অভিনন্দন

ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।  

শনিবার (০৮ জুন) সকালে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুভসূচনা টাইগারদের দারুণ অর্জন।

এ সময় অভিনন্দন বার্তায় চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় স্পৃহা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।