ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
সিলেটে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের  প্রতীকী ছবি

সিলেট: সিলেট নগর এলাকায় বন্যার পানিতে ডুবে অভি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ জুন) দুপুরে মহানগরের ৩১ ওয়ার্ডের শাহপরান থানার মুক্তিরচক এলাকায় এ ঘটনা ঘটে।

অভি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।  

সিলেট সিটি করপোরেশনের ৩১ ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে অভি নামের স্কুলছাত্রটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সিলেটের টিম লিডার শহিদুন ইসলাম বলেন, পানিতে গোসল করতে নেমে স্কুলছাত্র অভি নিখোঁজ হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।