ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা, প্রেমিকের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
ফেসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা, প্রেমিকের নামে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এই মামলা দায়ের করেন।

 

এর আগে মঙ্গলবার (২৫ জুন) সকালে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। তবে এদিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মামলার আসামি খন্দকার মাহবুব এলাহীর মা ও বাবার পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাইন উদ্দিন।  

মৃত অপর্ণা বসাক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে লিখেছেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মত হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম’।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবার থেকে ঘটনাটি থানায় জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্না ঘরের দরজা ভেঙে মৃতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়।  

পুলিশ আরও জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তবে বিগত প্রায় এক বছর ধরে এই নারী চিকিৎসক ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  

নিহতের মা জোসনা বসাক বলেন, আমরা জানতাম খন্দকার মাহবুব এলাহীর সঙ্গে নিয়মিত কথা বলতেন অপর্ণা। তবে তার পরিচয় আমাদের জানা নেই।

ওসি মো. মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আশা করছি খুব দ্রুত আসামির পরিচয় নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।