ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
সিলেটে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত

সিলেট: জেলার কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাহরিয়ার আহমদ স্বপ্ন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সড়কের বাজার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের মোটরসাইকেলে করে জকিগঞ্জ থেকে সিলেট আসছিলেন স্বাপন। পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।