ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই হাসপাতালে

কুষ্টিয়া: কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে দুই ভাইবোন ইঁদুর মারার বিষ খেয়েছে। এতে তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  
     
বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুই শিশুর বাবার নাম শুভ মণ্ডল।  
  
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতি‌বেশী জু‌য়েল আলী জানান, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব‌্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। একপর্যায়ে তারা ঘ‌রে রাখা ইঁদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত্যু হয়। অসুস্থ আলিফ‌ হাসপাতালে ভর্তি আছে।  

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।