ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পকেটমার সন্দেহে মাথা ন্যাড়া করার ভিডিও ফেসবুকে প্রচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
পকেটমার সন্দেহে মাথা ন্যাড়া করার ভিডিও ফেসবুকে প্রচার

মাগুরা: জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘায় পকেটমার সন্দেহে জয়নাল শেখ নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মাথার চুল ন্যাড়া করে দেওয়ার পাশাপাশি গোঁফ কেটে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

জয়নাল শেখ মাগুরা সদরের শত্রুজিৎপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে।  

স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মো. হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার চেষ্টা করেন জয়নাল শেখ। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয়রা জয়নালকে প্রকাশ্যে মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে দেন। এ ছাড়া চুল কাটার ভিডিও ফেসবুকে লাইভে প্রচার করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এ বিষয়ে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, পকেটমার সন্দেহে তাকে থানায় আনা হয়েছে। প্রকাশ্যে চুল-গোঁফ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা,জুলাই ৯,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।