ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন আটকে কোটাবিরোধী আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
ট্রেন আটকে কোটাবিরোধী আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা

ময়মনসিংহ: কোটাবিরোধী আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে দুই ঘণ্টা ধরে ওই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টা ৫৫মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

জানা যায়, কোটা প্রথা বাতিলের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় আন্দোলন করছে বাকৃবির শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবি জানান।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে হাওর এক্সপ্রেস। এছাড়াও এই রেলপথের বিভিন্ন স্টেশনে আরও ট্রেন আটকা পড়েছে। কিন্তু কখন এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।