ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাম নিয়ন্ত্রণে সালথায় পেঁয়াজের আড়তে অভিযান-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
দাম নিয়ন্ত্রণে সালথায় পেঁয়াজের আড়তে অভিযান-জরিমানা

ফরিদপুর: দাম নিয়ন্ত্রণে ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও আড়ত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ক্রয়-বিক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অভিযানে খবরে পেঁয়াজের মণ প্রতি ৩৭শ থেকে ৩৮শ টাকা দরে বিক্রি হয়। যা শনিবার (১৩ জুলাই) ছিল ৪১শ থেকে ৪২শ টাকা। রোববার অভিযানের খবরে মণ প্রতি পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা কমেছে।  

সহকারী পরিচালক মো. সোহেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।