ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে টাউনহল মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ময়মনসিংহে টাউনহল মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ময়মনসিংহ: কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরের টাউনহল মোড় অবরোধ করেছে বিক্ষোভ করেছেন  শিক্ষার্থীরা।  

সোমবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাউনহল তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে কোটা নিয়ে নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিয়ে চলে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এ অন‍্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন‍্যথায় ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ক‍্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি করতে দিচ্ছে না। তাই ক‍্যাম্পাসের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরে এসে কোটা আন্দোলনে অংশ নিয়েছেন।  

এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়েছে যানবাহনের যাত্রীরা। এসময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে যেতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।