ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইবি, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইবি, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

কুষ্টিয়া: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার মধ্যে তিনটি আবাসিক হলের ছাত্রীদের এবং দুপুর ১টার মধ্যে পাঁচটি আবাসিক হলের ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুপুর ১টার মধ্যে ছাত্রদের ও ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) কোটা আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের ওপর। এতে রাত থেকেই হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।  হল ছাড়ার নির্দেশের আগেই হল ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।