ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
মহাখালীতে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা: ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে রেলপথ অবরোধ করে রেখেছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি হয়েছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। দুটি ট্রেন আটকে পড়েছে বলে জানান তিনি।  

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা।

এ কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। রাজধানীর শনির আখড়া ও মাতুয়াইলে সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।