ঢাকা: যাত্রাবাড়ীতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও ক্যামেরাপারসন সৈয়দ রাশেদুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) যাত্রাবাড়ী জনপদ মোড়ে জেনারেলের হাসপাতালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন।
বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন আছেন।
তবে ঘটনার সময় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটও পরা ছিলেন। তা না হলে আরো বড় ঘটনা ঘটে যেতে পারত বলে জানিয়েছেন আহত সাংবাদিকরা
নাদিয়া শারমিন জানান, দুপুর ১ টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ পুলিশের ছোড়া ছররা গুলি দেয়ালে লেগে আমাদের শরীরে লাগে। আমার গলার ডান পাশে, বাম হাতে এবং ডান পায়ে গুলি লেগেছে। একইসময়ে আমাদের ক্যামেরাপারসন সৈয়দ রাশেদুল হাসান গলার নিচে ১টি গুলি লাগে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এজেডএস/এসএএইচ