ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পিকআপ-অটোভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
রাজবাড়ীতে পিকআপ-অটোভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী নারুয়া সড়কের বড় ঘিকমলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের ভ্যানচালক মো. হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।  

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর আনুমানিক ২টার দিকে ব্যাটারিচালিত ভ্যান চালক মো. হাসেম মণ্ডল ও তার মেয়ে হালিমা বেগম ও বিউটি আক্তার নারুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে বড় ঘিকমলা বাজার মোড় এলাকায় পৌঁছালে আরএফএল কোম্পানির একটি পিকআপভ্যানের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগম মারা যান। আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নেওয়ার পথে হাসেম মণ্ডল মারা যান।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।