রাঙামাটি: টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাচালং এবং মাইনী নদীর পানি বেড়ে গেছে। এ কারণে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু উপজেলা এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনাল উপজেলা প্লাবিত হয়েছে।
জানা গেছে, কাচালং ও মাইনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে পানি প্রবেশ করায় ওই এলাকায় বসবাসকারীরা চরম বিপাকে পড়েছেন।
এদিকে বাঘাইহাট বাজার, লংগদু এবং খাগড়াছড়ির দিঘীনাল উপজেলার সড়কগুলো ডুবে গেছে। বর্তমানে পর্যটন নগরী সাজেকের সঙ্গে খাগড়াছড়িসহ পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে বর্তমানে কয়েকশ পর্যটক আটকা পড়েছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, আজ আবহাওয়া ভালো রয়েছে। যদি আর বৃষ্টি না হয় এবং ঢলের পানি সরে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা আবারো স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরএ