ঢাকা, শনিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ৩১ আগস্ট ২০২৪, ২৫ সফর ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুরসহ ৫ জেলায় গণপরিবহন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুরসহ ৫ জেলায় গণপরিবহন চলাচল বন্ধ

নীলফামারী: ছাত্র-জনতার এক দফার দাবিতে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সৈয়দপুর থেকে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল।

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

 

রোববার (৪ আগস্ট) সকাল থেকে কোনো যানবাহন চলাচল করছে না এসব রুটে।
 
সকাল থেকে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ছাত্র-জনতা সড়ক অবরোধ করেন। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এসময় সরকার পতনের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে ছাত্র-জনতা সেখানে জড়ো হতে থাকেন। পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  

দুপুরে সৈয়দপুরে ছাত্র-জনতা বিশাল মিছিল বের করেন। মিছিলটি সিএসডি এলাকা থেকে বের হয়ে স্মৃতি অম্লান চত্বরে এসে শেষ হয়।  

শহরের দোকানপাট বন্ধ রাখা হয়েছে।  


বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।