ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি পান করালেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি পান করালেন ইউএনও

ফরিদপুর: সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় অসহযোগ আন্দোলনে অংশ নেন শিক্ষার্থীরা।  

নগরকান্দার সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করতে দেখা যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরকে।

সোমবার (০৫ আগস্ট) সকালে শিক্ষার্থীদের পানি বিতরণের বিষয়টি বাংলানিউজকে কাছে স্বীকার করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির।  

এর আগে রোববার (০৪ আগস্ট) সকাল ১১টার দিকে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু করে নগরকান্দা সদর বাজার হয়ে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন। এসময় অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। প্রশাসনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ বলতে থাকেন আন্দোলনকারীরা।

এব্যাপারে ইউএনও কাফী বিন কবির বাংলানিউজকে বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষা করা। সে অনুসারে আমরা আমাদের দায়িত্ব পালন করছিলাম। এমতাবস্থায় আমাদের দেখে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্ষিপ্ত ও মারমুখী হয় এবং ভুয়া ভুয়া বলতে থাকেন। আমরা পরিস্থিতি সামাল দিতে ও আন্দোলনকারীদের নিবৃত্ত করতে তাদের প্রতি একটু সহনশীলতা দেখাই। আর এরই অংশ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আমরা পানি বিতরণ করি। ’

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।