ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলো- পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে যান দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। পরে কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। একপর্যায়ে পানির নীচ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।