ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন টেক্সটাইল মিলে বৈষম্যবিরোধীদের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
সুন্দরবন টেক্সটাইল মিলে বৈষম্যবিরোধীদের অভিযান

সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসের ইনচার্জের কাছে নানা অভিযোগের ব্যাখ্যা চাইতে সেখানে অভিযান পরিচালনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু ও রনি হোসেনের নেতৃত্ব সুন্দরবন টেক্সটাইল মিলে এ অভিযান চালানো হয়।

এ সময় টেক্সটাইল মিলসের ইনচার্জ শফিউল বাশারের কাছে টেন্ডার ছাড়াই মালামাল, বালু ও মাটি বিক্রি, আলাদা বিদ্যুৎ বিল তৈরি, পুকুরের মাছ বিক্রি, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের অর্থ আত্মসাৎ, ঘর ভাড়ার অর্থ আত্মসাৎ, সরকারি গাছ বিক্রির অর্থ আত্মসাৎসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চান তারা।

তবে, সঠিক কোনো জবাব দিতে পারেননি ইনচার্জ শফিউল বাশার।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা আগামী শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত তাকে অভিযোগের ব্যাখ্যা দেওয়া জন্য সময় বেধে দেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।