ঢাকা: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সকল র্যাব সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্যার্তদের সহায়তায় সকল র্যাব সদস্যদের এক দিনের বেতন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
এর আগে পানিবন্দি মানুষদের জন্য একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। একইভাবে নৌবাহিনীর সদস্যরা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীরা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিয়েছেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমএমআই/এসএএইচ