ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জ সীমান্তে এক কেজি আইস জব্দ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
কালীগঞ্জ সীমান্তে এক কেজি আইস জব্দ  

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্ত এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বুধবার রাতে কালীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, আট পিস ভারতীয় থ্রি পিস, ছয় পিস ভারতীয় শাড়ি, ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১শ পিস ইমিটেশনের চেইন আটক করতে সক্ষম হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।

তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি তারা।  

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।