ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল 

ঢাকা: জার্মানি, জাপান ও ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই তিন রাষ্ট্রদূতের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক তিন আমলা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও মো. ফজলুল বারী যথাক্রমে জার্মানি, জাপান ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। তাদের তিন জনেরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রায় সব রাষ্ট্রদূতেরই চুক্তি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪,২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।