ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫০ বাংলাদেশি 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫০ বাংলাদেশি 

ঢাকা: লিবিয়ায় আটকেপড়া ১৫০ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৫০ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে ফেরানো হয়েছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসনকৃত বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার হতে গ্রহণ করে। পরে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।