ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
তেঁতুলিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গর্তে জমা পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দী গছ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সিয়াম তার মায়ের সঙ্গে বাড়ির পেছনে খেলা করছিল। শিশুটির মা কাজের মাঝে বাড়িতে গেলে অসাবধানবশত শিশুটি পাশে থাকা মাটি তোলার একটি গর্তে জমা পানিতে পড়ে ডুবে যায়। কিছু সময় পর শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় শিশুটির দাদা তাকে গর্তের পানি থেকে নিথরাবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় সিয়ামের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।