সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনে নদী তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা ধসে গেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাঁধটির ৭০ মিটার এলাকা বিলীন হয়ে যায়। খবর পেয়ে এদিন সকাল থেকে পাউবো কর্মকর্তাদের উপস্থিতিতে ভাঙন নিয়ন্ত্রণের জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকা এ ভাঙন দেখা দেয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, পানি কমতে থাকলেও নদীতে প্রবল স্রোত রয়েছে। স্রোতের কারণে বাঁধের নীচের অংশ থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। আনুমানিক ৭০ মিটার এলাকা ইতিমধ্যে ধসে গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা রোববার সকালে থেকেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসএম